নিজেকে ভাবলে তুমি পাহাড়ের চূড়া
সবাইকে মনে হবে ছোট্ট অতি
তুমিও সবার চোখে দেখাবে ছোট
কেউ ফিরে তাকাবে না তোমার প্রতি।
বড় মানুষের মন হয় নাতো ছোট
করে না সে কাউকে অবহেলা আর
কোন কাজে দেখায় না সংকীর্ণতা
সবার সাথে করে ভালো ব্যবহার।
কথা কাজে নেই তার দ্বিমুখী স্বভাব
লুকোচুরি নয় তার বন্ধুতার মানে
আঘাতের প্রতিঘাতে ক্ষমার নীতি
হৃদয় উজাড় করে হাসতে জানে।
হৃদয়টা যদি হয় আকাশের মতো
অসীম উদার এক প্রেমময় ভূমি
পরকে আপন করে নিতে পারো যদি
ভালোবাসা পাবে হৃদে আকাশচুমী।