স্বাধীনতা মানে
শাসকের বেডরুম
আজিজুল হক
খুব দেখতে ইচ্ছে করে তোমায়, স্বাধীনতা,
কেমন দেখতে তুমি?
সাদা ,সবুজ , গেরুয়া…..
তোমার রূপ, রঙ ,বৈভব !
আমি তাতেও তোমায় দেখিনি কোনোদিন…
স্বাধীনতা ,কেমন আছো তুমি ?
তুমি কি ক্লান্ত হও না কখনো ?
কত প্রাণ তোমায় ভালোবেসে বিদায় নিল অকালে!
তোমায় দেখবে বলে!!
কই ,তুমিও তো দেখনি তাদের!
গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে গরীবের পাঁজর ভেঙেছ বারবার,
অথচ ,তাদের দিয়েছ তোমার সব ঐশ্বর্য
যারা রোজ চুরি করে তোমার এক একটা স্বর্ণালঙ্কার!
রাষ্ট্র কে করেছ শোষণের জাতাকল,
ভোটের নামে মানুষ মেরেছ,
উন্নয়নের নামে নেতা মন্ত্রীদের উদর ভরেছ শুধু,
বেকার যুবক আজও মিছিলে হাটে পথ !!
স্বাধীনতা,তোমার লজ্জা করে না,
যখন হাতরস কিংবা বকদই তোমার কোলে জন্মায়?
কিংবা যখন খাপাইডাঙার মেয়েটার আর্ত চিৎকারেও ঘুম ভাঙ্গলো না তোমার?
আর, জি, করের মেয়েটার বীভৎস আর্তনাদ একবারও কি ন্যাংটা মুখ টা কে লজ্জাম্বিত করে না?
শাসকের চেয়ারে বসে নারীর রক্ত মাংসে নিজের
নির্লজ্জ নিজেই চেটেপুটে খাও!
ধিক! তোমারে প্রিয়তমা।
তুমি আসলে একটা মৃত পরজীবী উদ্ভিদের মতোই!
তুমি আদিবাসী মানুষের আবেগ নিয়ে খেলে,
তাদের উচ্ছেদ কর জঙ্গলের অধিকার থেকে?
সত্যি, স্বাধীনতা,তুমি বড্ড নির্লজ্জ আজ!!
প্রাক্তন মন্ত্রী ,এম এল এ,এম পি দের পোষ
রাজকোষের অর্থ ব্যয়ে!!!
ধিক তোমারে।
ছোট ছেলেটা চায়ের দোকানে কাপ প্লেট ভাঙলে
মালিক তারে ঘাড় ধরে পথে নামায়,
মেয়েটা রোজ বাজারের ভিড়ে দাড়িয়ে থাকে
খদ্দেরের আশায়,
বাড়িতে উনুন জ্বলেনি এখনও তার!
আর বিছানার তোষকের তলায় কনডম
রেখে তুমি নারী নির্যাতন বিরোধী সভার
সভাপতি হও!!
বড্ড কথা বলতে ইচ্ছে করছে আজ
স্বাধীনতা তোমার সাথে,
ইচ্ছে করছে গলা টিপে তোমার নির্লজ্জ পোষ্য গুলো কে গিলোটিনে সঁপে দি…
জানি,তুমিও মোটেই শক্তিশালী নও,
কেননা তুমি তো রোজ দাসত্বের পতাকা বও!
স্বাধীনতা ,তুমি নিজেও কি স্বাধীন ?
জিজ্ঞেস কর না কখনও নিজে কে একা?
কত মিছিলে হাটা পা গুলো আজ
থেমে গেছে নির্বাক দৃষ্টিতে …
আমি শুধু আজও একটা অঙ্ক কষি……
হারিয়ে যাওয়া স্বাধীনতার বুকে জন্ম নেয়া
একটা দোর্দণ্ড প্রতাপশালী কড়া চাবুকের……।