Review This Poem

তন্দ্রাচ্ছন্ন দু চোখ যখন , হৃদয়ের বাম দিকে তখন প্রচন্ড ব্যথা!
দুঃখ আর সুখের সহবাস
চাষ করে চলে অনবরত এক বিষন্ম জলরাশির মহাসাগর।
জাহান্নাম বা জান্নাতের ফারাক টা একাকার হয়ে যায় ফোরাত নদীর জলে।

বহুদূর থেকে ভেসে আসা দুঃখের ঢেউ
হৃদয়ের সঙ্গে করে সহবাস,
কান্নারা মুখ লুকোয় অবসাদ আর সাগর সঙ্গমে।
শব্দরা ধেয়ে আসে
কিসের ব্যথা?দুঃখই বা কেন?
বাওদিয়া মন আমার
জল থেকে উৎপন্ন আগুনে
গভীর বিষন্নতায় একাদশীর ধর্ষণে
মোমবাতি জ্বালায় রাস্তার মোড়ে মোড়ে!

তুমি আসবে হাতে গোলাপ নিয়ে কোন একদিন হয়তো!
মিছিল কিংবা সাহিত্য সভায়
চে গুয়েভারা আর রবীন্দ্রনাথের শেষের কবিতা উচ্চারিত হয় তাই!
আমি ফোরাত নদীর জলে হোসেনের রক্তের কান্না শুনি রোজ,
আমার হৃদয় জানে লেনদেনের পাশা খেলায়
আমি ডুব সাঁতারে স্নান সেরে নেবো আবে – জমজমে!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments