Review This Poem

যথেষ্ট ক্লান্ত আমি,আমার হৃদয় এবং আমরা।
আমাদের মাথার উপরের প্রকান্ড বরফ চাপা পাথরের চাঁই প্রচন্ড আর্তনাদে
আমাদের রাতজাগা হৃদপিন্ড কে সজোরে ধাক্কা মারে!
যথেষ্ট বিরক্ত আমি, আমার হৃদয় এবং আমরা।

রাজমিস্ত্রির কঠিন হাতুড়ি কিংবা ছেনির প্রচন্ড প্রহারে রাজপ্রাসাদ গুলো গড়ে উঠে,
পাহাড় কেটে বসতি গড়ে মাধবীলতা,
শুধু পাশ বালিশ টা কে আঁকড়ে বেঁচে থাকবে বলে।
জীবনকে নতুন করে তোলে
সাথে তোমাদের থেকে প্রাপ্তি কিছু লাশ, ছিন্নভিন্ন দেহ,
যারা পলাশ ফুল কুড়োতে এসেছিলো তোমাদের বাগানে নিজেদের অধিকার বশত:।
ছিন্নভিন্ন দেহের উত্তাপে শাসকের হৃদয় নড়ে না,
হৃদপিন্ড হীন প্রশাসন আমাদের উপর লাঠি চালায় আমাদেরই ভোটে জিতে!
নির্বোধ গণতন্ত্র!
যথেষ্ট ক্লান্ত আমি,আমার হৃদয় এবং আমরা।

আমরা হতাশ হয়ে পড়ি,
ক্লান্তিবোধ গ্রাস করে আমাদের,
আমার হৃদয়ে তখন দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে উঠার পুনরায় চেষ্টা করে মাধবীলতা
এবং আমি!

আমাদের ধূসর মন এবং
উদাসীনভাবে নির্লিপ্ত যৌবন চোখে চোখ রেখে কথা বলতে শেখে,
শাসকের ঝুলন্ত চামড়ায় তখন চেটেপুটে খাবার তোড়জোড় কিছু কবি আর কবিতার!
বড্ড বিষন্ন লাগে আমাদের!

আমাদের কণ্ঠ তবুও থেমে থাকে নি
আমাদের চোখের জলের অথৈ গভীরে পতন হয় স্বৈরাচারীতার।
ডুব সাঁতারে পারদর্শী আমলাদের লেজুড় বৃত্তি করে তখন কয়েকজন চামচা।

এত ক্লান্তআমি,এত ক্লান্ত আমার হৃদয় এবং আমরা।
যদিও এখন কেউ আমাকে তার বাহুতে নেয় না
আমাকে কাছে ভাঁজ করতে এবং আমাকে উষ্ণ চুম্বন করতে
যতক্ষণ না প্রতিটি দ্রুত নিঃশ্বাস শেষ হয়ে যায়
সুখী দীর্ঘশ্বাসে।
এখন, একা,
আমার এই কবরস্থানের চারপাশে মাটিতে হেলান দিয়ে আমি হৃদপিন্ড হীন কিছু সময়ের গল্প বলি ,
আমার সঙ্গে কথা বলে শুধু কিছু নিঃশব্দ শব্দ,
আমি তার প্রতিধ্বনি শুনি কালের গভীরে।
শুধু বেঁচে থাকার কিছু অপ্রীতিকর চুম্বনহীন মুহূর্ত,
আমার হৃদয়,আমি এবং আমাদের মেরুদন্ড কে ভাঙতে পারেনি!

একটু চেষ্টা করা যাক,
একটি সুন্দর শিশুর ,একটা রৌদ্রজ্জল পৃথিবীর
কিংবা ঈশ্বরের নীল স্বর্গের
দিকে যত্ন সহকারে তাকাবার নির্ভেজাল প্রয়াস!
দেখবেন,আমাদের দেহ, মন খুব ক্লান্ত বোধ করছে!!

তারপরেও কত অভিযোগের পাহাড় গড়ে উঠবে
আমার হৃদয় আর আমাতে,
পৃথিবীতে নিঃসন্দেহে জীর্ণ মতবাদ গুলোর জন্য খুব কম জায়গা রয়েছে:
অবজ্ঞা করুন অপলকে,
তাদের ছুঁড়ে ফেলুন সামুদ্রিক গভীরতয়।
আমাদের দিনগুলি খারাপ হওয়ার আগে
আমরা যদি একবার ভালবাসতাম, ব্যবহার করতাম যথেষ্ট ক্লান্তি গুলোকে!
আমরা আবার প্রেমে পড়তাম!

আমি মনে করি, আমার সকল ক্লান্তি কেটে গেছে,
সফল হয়েছি আমি, আমার হৃদয় এবং মাধবীলতা!
শাসকের হৃদপিন্ড তখন ছিন্নভিন্ন লাশের পাশে ক্ষমা ভিক্ষা মাগছে…।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments