Review This Poem

বেথেলহেমের ছেলে টা ***
আজিজুল হক

কেমন আছো যীশু তুমি ?
কালকে তোমার জন্মদিন গেল,
কত মানুষ তোমার প্রতি ভালোবাসার বন্যা বইয়ে দিল,
কত মানুষ তোমার কত গুণগান গাইলো অথচ দেখো যারা একদিন তোমায় ক্রুশবিদ্ধ করে মেরেছিল ,তারাই আজ তোমার স্লোগানে মুখরিত,
তোমার তো জয়জয়কার যীশু ! ঈশা!
মধ্যপ্রাচ্য থেকে তুমি আজ গোটা পৃথিবীর মধ্যমণি!
একটা বিপ্লবের জন্ম দিলে তুমি!
মানবিক বিপ্লব!
মনে আছে তোমার যেদিন জন্ম হলো ,
তুমি ভেবেছিলে কখনো,
মরিয়মের কত গ্লানি ভরা জীবন তোমায় নিয়ে কাটাতে হয়েছিল !
কত অমানুষের অবজ্ঞা, ঘৃণা মরিয়ম কে গ্রাস করেছিল!
সমগ্র মধ্যপ্রাচ্যের শুধু নয় ,পৃথিবীর জঞ্জালমুক্ত করতে তুমি প্রাণ দিলে
ক্রুশবিদ্ধ করলো তোমায় একদল হিংস্র হায়নার দল,
আজও তাদের তীক্ষ্ণ নখ পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে আছে ,
মানুষের সর্ব সুখ মুছে দিতে! যে ঈশ্বরের কথা বলতে,
সে ঈশ্বরের নামেই ওরা তোমার চালান দিল …
কি অদ্ভুত পরিহাস ঈশ্বর নামক এক ভ্রান্তিময় ক্লান্তির!!
তুমিবেঁচে আছো মানুষের হৃদয় জুড়ে ,
তোমার ক্ষমাশীল দৃষ্টি আজও আমাদের ক্ষমাশীল করতে পারেনি ,
ক্ষমতার লড়াই অব্যাহত,
সাম্রাজ্যবাদী রা চারিদিকে অনবরত নিজেদের ভয়ঙ্কর শক্তি জাহির করতে তৎপর,
সীমানাহীন পৃথিবীর স্বপ্ন আজ তোমার, সীমানায় পরিণত!
কত ভাগে আজ তুমি বিভাজিত..
তোমার পেরেক পুঁতে যাওয়া শরীর টা আজও আমাদের বয়ে নিয়ে বেড়াতে অহরহ..
অন্য ভাবে ,অন্য রূপে!
কিসের আনন্দ তোমার যিশু?
কিসের গর্ব তোমার?
কত অস্ত্র আজ তোমার ভান্ডারে,
তা দিয়ে তুমি প্রেম নয়, আজও শাসন বিলাও,
প্রিয় যীশু, কেন এত শান্ত আজ তুমি?
তুমি তো আর একলা নও,
যুদ্ধ বাড়াও,এবার তুমি নেমে আস রণক্ষেত্রে,
প্রেম নয় ,আপাতত বুভুক্ষ মিছিলে পা বাড়াও,
প্রিয়তমার মুখের হাসিতে ধার বাড়াও,
আমরা যে ,শুধু মিথ্যে ইশতেহারের অবাঞ্ছিত প্রত্যাশায় ক্লান্ত…
তোমার জন্মদিনে তাই, তোমায় নয়,
প্রিয়তমার হাতে গোলাপ দিলাম,
সে গোলাপের কাঁটা গুলো দিয়ে
সে না হয় তোমার ক্রুশের কাঁটা গুলো আলতো করে ছুঁইয়ে দিক,
আগুন ধরুক সে মননে ,
আর আমি পৃথিবীতে শস্য ফলাই,
তোমার জন্মদিন না হয় তোলা থাক কোনো এক
বেদুঈনের জন্য!!
আজিজুল হক
26/12/2022ইং

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments