Review This Poem

কয়েকটা সভ্যতার পতন দেখেছি আমি..
ইনকা, মায়া থেকে মেহেরগড়,
সিন্ধুতে নবজন্ম আমার!
অজস্র শুন্য বসন্ত পেরিয়ে আজ

আমি দাঁড়িয়ে আছি তোমার সোহাগ ভরা বারান্দায়।

একা, নিতান্ত একা এক উন্মত্ত জোছনায় ।

অনেক
মৃত্যুকে পিছনে ফেলে,
অজস্র মহামারী, মৃত স্তুপের উপর বীভৎস চড়ায়-উৎরাইয়ের
মধ্য দিয়ে অতিক্রান্ত জীবন
ভেঙেছে কত যন্ত্রনার দেয়াল।

আজ শুধু ছুটে আসা
তোমার জন্যই প্রিয়তমা।

তুমি ইতিহাস কে ছুঁয়ে দেখতে পার অনায়াসে,
স্পর্শ করতে পার আদি পুরুষের
নিঃসঙ্গতা।
আর তা যদি তোমার কাছে প্রত্যাখ্যাত হয়,
তবে আমি খুঁজে নেব প্রজাপতির রঙে তোমার রাঙানো চোখ,
আমার প্রেমিকার মত সে রঙে আমি রামধনুর রং মেখে উপহার দিয়ে আসবো আমার আগামী কবরে!

জীবনের গন্ধটা যেখানে সত্য সন্ধানে হাশরের ময়দানে তোমার দু চোখে মেলাবে আমার চোখ!

ওতেই মিলবে সব ব্যবধান,
সব অভিমান গুলো মুছে ফেলবে অবাঞ্ছিত বেদনা।

তুমি ফিরিয়ে দিও সেদিন আমাদের হারিয়ে যাওয়া অভিমানী মুহূর্তের একটি বিকেল
সিন্ধু নদের উপত্যকায়,
তোমার সব অবজ্ঞা গুলোর বদলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments