****এখন শুধু ভালোবাসার দিন ****
© আজিজুল হক
একা, নিঃসঙ্গ অন্তরালে ডুবে যাচ্ছি প্রতিদিন..
পাশে লাশ ঢেকে রাখা কফিন, তবুও অপেক্ষায় বসে আছি
কোন এক বাঁশিওয়ালার,
তার বাঁশির সুরে উদাস মন
আধারের প্রচ্ছদে খুঁজে পাবে আলোর সন্ধান!
দূরে কোথাও আগমনীর সুরে
উষ্ণ আলিংগনের স্বাগত মুহূর্ত,
আমাকে জানিয়ে দিচ্ছে,
যুদ্ধ নয়, এখন শুধু ভালোসার সময়।
বিষন্ন সময়ের সারথী আমি,
কালবাজারির উষ্ণ অভ্যর্থনা আমার নিঃশ্বাসে বিষ ঢেলে দেয়।
প্রেমহীন হৃদয় গুলো মজুদ্দারের গুদামে বন্দী,
মানুষের চোখের জলে বৃষ্টি নামে রোজ!
আনবিক প্রেমের বাজারে হিরোশিমার আর্তনাদ
মজুদ্দারের বুকের মধ্য থেকে টেনে বের করবে মীরজাফরের বিস্বাসঘাতকতার আস্ফালন!
তখন ঘৃণার ড্রোণ ছুড়বো না আমি আর
কেন না এখন শুধু ভালোবাসার সময়।
আমি প্রেমহীন প্রতিটি শব্দের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবো,
রাস্তার মোড়ে মোড়ে গোলাপের চাষ করবো,
ট্রাফিক পুলিশের হাতে থাকবে গোলাপ আর দ্রোহের ড্রোন!
নাগাসাকির বদলে আমি
যুদ্ধবাজদের হাতে তুলে দেবে এক একটি প্রেমপত্র,
কেন না,এখন শুধু ভালোবাসার দিন ।
অথচ আমি শুধু একবার একটু
তোমার ভালোবাসা পাওয়ার জন্য
আজীবন পুড়েছি হিরোসীমা, নাগাসাকির বীভৎস আগুনে,
তবু থেমে যাই নি…
বিশ্বাসহীনতায় বেঁচে থাকার
চেয়ে মৃত্যুর সঙ্গে কোলাকুলি
করেছি কতবার..
সভা মঞ্চের সু-উচ্চ লবি থেকে ঘোষণা করেছি যুদ্ধের অন্তিম লগ্ন,
অস্র হাতে বিদায় দিয়েছি প্রিয়তমার সান্নিধ্য..
বারুদের গন্ধে ঝলসে যাওয়া প্রিয়তমার বুকে ব্যাবিলনের উদ্যানের সৌন্দর্য খুঁজে পেয়েছি বারবার,
সমস্ত বিদ্বেষের সময় শেষে
মানুষের কথাই বলেছি,
গোলাপ হাতে সেই মানুষই বেরিকেড গড়েছে ভালোবাসার,
তারাই উচ্চারণ করেছে
ঘৃণা নয়,
এখন শুধু ভালোবাসার সময়।
নৃশংস আজরাইল এলে তার হাতে তুলে দেবো লাল গোলাপ!
ভালোবাসা পেলে সেও থমকে দাঁড়াবে বুঁঝি!
মিথ্যে হয়ে যাবে গল্পে ভরা ইতিহাস।
মসজিদে মসজিদে আজানের ধ্বনিতে উৎফুল্ল হয়ে উঠবে মন্দিরে মন্দিরে শাখ আর উলুধ্বনির আওয়াজ।
ইতিহাস হাতে হাত রেখে চলবে অনন্ত পথ,
ইস্রাফিলের শৃঙ্গার স্তব্ধ হয়ে যাবে,
থেমে যাবে ঈশ্বরের সব নির্দেশ,
মানুষের কণ্ঠে আবার উচ্চারিত হবে..
*মানুষ মানুষের জন্য *
শুধু একটু ভালোবাসা পেলে থেমে যাবে সব যুদ্ধ বিমান..
কেন না , এখন শুধু ভালোবাসার দিন ।