5/5 - (1 vote)

রাষ্ট্রবাদীরা কেমন হয়!
প্রেমিকার উন্নত বুকে তাদের লোভাতুর দৃষ্টি কি মায়ের স্তন্য পানের কথা মনে করায়?
নাকি সমস্ত ব্যাভিচারিতার মাথা খেয়ে সহবাসে লিপ্ত হয় পুঁজিবাদের বিছানায়।
মুখ আর মুখোশ কে আড়ালে রেখে বাবুরাও তাকায় সোমত্ত যুবতী মেয়ের দিকে,
আলতো চোখের ছোঁয়ায়।
বাবারাও একদিন আলো আঁধারী সন্ধ্যায় প্রেমিকার বুকে মুখ গুঁজে
ভাগ বসাতো মেহনতি যুবতীর উপার্জিত সম্পদে।

বৃক্ষরোপণ উৎসবে মেতে উঠা কয়েক জোড়া বাবু – বিবিরা
নীল নদের অববাহিকায় নিজেদের চেটেপুটে খেতে ছুঁতে যায় হানিমুনে!

মিথ্যার কদর বাড়ে ক্রমশঃ,
শহরের বাসিন্দাদের ছিদ্র পথে ইতিমধ্যেই ঢুকে গেছে মেয়রের অভিলাশ!
জঞ্জাল সাফাই, ফুটপাত দখল মুক্ত করার অভিযানে মুক্ত হয় তরতাজা যৌবন,
বাড়িতে বৃদ্ধ বাবা, মা,
অপেক্ষায় বসে থাকা প্রিয়তমা বিষাদ গুনে!
পোস্টমর্টেম রিপোর্ট আসে হার্টে পোকা ধরেছে রাষ্ট্রবাদীদের!

সব ধর্মদর্শন কে আকণ্ঠ চেটেপুটে সাধু আজ বিড়াল তপস্বী!
ছিদ্রপথে শুরু হয়েছে টিউমার!
সন্তান উৎপাদানের ক্ষমতা হারাচ্ছে রাষ্ট্র নামক শোষক!
অষ্টদশ পুরান, বেদ বাইবেল,
গীতা, কোরান, হাদিস —
সব মিলে মিশে একাকার!
বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে রূপ কথার রাজপুত্রের গল্প শোনাচ্ছে,
আমি তখন চতুর্দশ কিংবা শোড়শ লুইয়ের ঈশ্বরের প্রতিনিধিত্বের গল্প কে শ্মশানের আগুনে দাউদাউ করে জ্বলতে দেখছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments