Review This Poem

আমার তো কোন প্রত্যাশা ছিল না,
আমি শুধু তোমার ভেতরে বারুদের স্পর্শ খুঁজেছি!
কেন না,নিজের ভেতর যে আগুন জ্বলে,
তাকে স্পর্শ না করলে
সম্ভবত জীবনের সব-ই বিস্বাদ লাগতো !
নিজের ভেতর যে আগুন জ্বলে, তা না জ্বললে সম্ভবত জীবনের সব কিছুই বিস্বাদ লাগতো !
আগুন ছাড়া কি মানুষ বাঁচে ? অথচ এখন মানুষের ভেতরে বাহিরে আগুন!
একসাথে চোখের সামনে জ্বলতে দেখে আঁতকে উঠি,
ঘৃণা ও ভয়ে শব্দহীন চিৎকারে
আগুনের ভেতরে কার যেন কান্না শুনি ?
কি বীভৎস সে কান্না।
কার যে কি পাপ আগুনের বিক্ষোভে পুড়ছে!
আচ্ছা,মানুষ কি কোন উৎসবের সৃষ্টি?
নাকি ঈশ্বর নামের যন্ত্রনায় প্রাকৃতিক হুঁশিয়ারী।।
আগুন, তুই অপরাধী,
তোর মৃত্যু হবে সমুদ্রে এবং অপঘাতে!
মানুষ তীরে দাঁড়িয়ে তা দেখবে উৎসবের পৈশাচিক উল্লাসে।

আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে আর আগুন লাগে না।
আগে আশে-পাশে থাকতুম।
হাত পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, বুক পুড়ে যাবে, সর্বদা ভয় ছিল। এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে।
হাত পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, বুক পুড়ে যাচ্ছে, কিন্তু এখন আর ভয় নেই।
কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি : আমাকে পোড়াতে গিয়ে, এই প্রথম, আগুন নিজেও পুড়ছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments