4/5 - (1 vote)

একদিন তোমাকে আমার সব কথা বলার ইচ্ছে আছে,
কেমন করে সব যন্ত্রণা গুলোকে ভালোবেসে আমি তোমাতে মিশে গিয়েছিলাম!
একদিন তোমাকে বলবো মেঘের দেশে বৃষ্টি গুলো কেমন করে ভালোবাসে ছেড়ে যেতে হবে জেনেও,
বারবার ফিরে আসে মেঘের দেশেই!
একদিন তোমাকে বলবো মেঘ বৃষ্টির আগলে রাখা প্রেম নিঃশেষ হয়ে যায় না কখনও,
বৃষ্টিরা আবার ফিরে যায় ভালোবেসে মেঘের কোলে।
একদিন তোমাকে বলবো লাইলী মজনুর না বলা অসম্পূর্ণ গল্প,
উত্তাল সমুদ্রের মতো একজন মানুষ ঠিক কি হারালে শান্ত নদী হয়!
একদিন তোমাকে বলবো।
তোমাকে বলবো মুখোশধারী কিছু অমানুষের গল্প।
তোমাকে আমার বলতে ইচ্ছে করে তোমার সাথে গহীন অরণ্যে কিংবা অজানা কোন সমুদ্র সৈকতে হারিয়ে যাবার নিঃসঙ্গ মুহূর্তের কথা!
ভাগ করে নেবো আমরা দুজনে।
একদিন আমি তোমাকে বলবো
একান্ত নিঃসঙ্গ হওয়ার অনাকাঙ্খিত মুহূর্তের কথা।
একদিন তোমাকে বলবো জিব্রাইলের পাখনায় ভর করে
আমার বিশ্ব দর্শনের গল্প,
সেখানে বাস করে শুধু কিছু ক্ষমতালোভী একক শক্তি,
যারা নির্বিচারে শাসন শোষনের নামে গোলাপের বাগানে অস্ত্র কারখানার হদিশ খোঁজে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments