4.5/5 - (2 votes)

ধর, আর যদি আমাদের কখনও দেখা না হয়!
ধর, তুমি বদলে ফেলেছো তোমার পথ,
তবুও কি মনে থাকবে তোমার
কত টা পথ হেটেছি একসাথে?
তবুও কত টা পথ ছিল বাকি!
কতবার হাতে রেখে হাত কত কথা বলেছি নিরন্তর ,
তবুও যদি ভুলে যাও, যেও,
রেখে হাতে অন্য কোন হাত!
কতবার দুচোখের কত ইশারায় হারিয়েছি নিজের সত্তা,
তবুও তোমাকে বোঝা হয়নি কখনও!
কত ছবিতে তুমি মিশেছো হৃদয়ে আমার,
কত ছবি মিশেছে তোমার হৃদয়ের টাইম লাইনে,
সে সব ছবিতে ঠাঁই হয়নি কো আমার!
আমি শুধু তোমার লুকোচুরির আঁধারে
হারিয়েছি আমার অনন্ত নিঃস্বাস!
আমি শুধু নিজেকেই বুঝিয়েছি
হয়তো সব নদী সাগর ছুঁতে পারেনা অনন্ত পথ ছুঁটে চলা সত্ত্বেও।
তুমি হয়তো সমুদ্র বটে, উদার গতিবেগে অধরা তুমি
কোন এক আকাশের কাছে।
ক্লান্ত আমি, একলা বেশি,
তাই চাঁদের ছবি দেখি রোজ..
তাজি ব্যাররাক যদি পেতাম আমি
ছুটে যেতাম মনের অলিন্দ গুলোর নিতাম
শুধু খোঁজ।
ভালো থেকো আকাশ তুমি,
হয়ে হাজার গোলাপ,
আমি না হয় ছিলাম মেঘের আড়ালে
এক বিচ্ছিন্ন আকাশ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments