মায়ার মতো অদ্ভুত শাণিত কোদাল
ছেঁচে ছেঁচে ক্ষয় করে বর্গামৃত্যুর কবরের মাটি
বৃহন্নলা প্রেম সুপরিসর আগুনে হাতড়ায় আশ্বস্ততার চিতা
এখানে একদিন সবুজাভ বালিকা বৃক্ষ পান করেছিল
মোহ উদ্দীপক পৌরুষ মদ
পাথরে ডুবে যে দৃশ্যেরা খাবি খায় অপ্রেমের দোলাচালে
তারাই একদিন দেবদারু হয়ে ঢেকে দেবে
বর্গামৃত্যুর জীবন্ত সমাধি।
2024-11-01