বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার
চির প্রেয়সী প্রীতিলতা-
তোমার প্রেমের নাম কি সূর্যসেন ?
নাকি আবাল-বৃদ্ধ বনিতা
সোঁদামাটির ঘ্রাণ এ বাংলার?
ভালবাসার কুঁড়ি এত মহান
কবে কার বুকে জন্মায়?
আত্নহুতির ভালবাসায় ঋদ্ধ
এ জাতি কাঁদে ঋদ্ধতায়
শিখিয়েছ কেমন কাঁদুনে গান।
ব্রিটিশের রেলক্লাব মৃত্যুমন্ত্রে
দিয়েছ যে করে চুড়মার-
গৌরবের পাহাড় হয়েছে তুমি
বাঙালী আর বাংলার
তুমি দীপ্ত-ক্ষিপ্ত নাম জীবন দিগন্তে।
যতদিন এ দেশ হবে না লীন
ততদিন তুমি বাঁচবে-
মহান অশ্রুজলে কত প্রেমিক
বাতাসে তোমায় খুঁজবে
মিটাতে তব ভালবাসার ঋণ।
প্রাতস্মরণীয় হয়েছে সবার
অপরাজিতা দেবী বুদ্ধা-
হার না মেনে দিলে আত্নহূতি
এক লৌহমানবী যুদ্ধা
অমর প্রীতিলতা ওয়াদ্দেদার।