Review This Poem

দ্রোহী অসহায়ত্ব ছেনে লোভাতুর সংযম
আমি মনের আলেয়ায় করেছি রোপণ

ব্যর্থতার সোপান বেয়ে হয়েছি নিস্তেজ
আমি এক উড়নচণ্ডী গৃহী সন্ন্যাসধারী
গণমানুষের ঠোঁটে আমি কেটেছি কুপন।

রম্যের পোষাকে তাজা রক্তের ধারা দিয়ে
রঙের বর্ণালীর কাছে হেরে যাওয়া মন
পরিত্যক্তের ভূমিকায় বিদ্রুপের তুমুল আয়োজনে
চামড়া ফুঁড়ে করি সব আনকোরা অস্বস্তি গোপন।

মানুষের দেশে ঘুরে পাললিক ফসিলের ঘোড়া
সফলতার দণ্ডে আচরিত হয় বালিশ আগাগোড়া
মালিশের তেলে মিশিয়ে ধুতুরা
অদ্ভুত পৃথিবীতে চলে ফাঁসারোর গ্রীবা রোমন্থন।

নখরের ধারের পুজায় জীবনের সঞ্চিত প্রসাদ
মননের বেদীতে পাতা নিকৃষ্ট সুন্দরের বৈরী ফাঁদ
এখানের অপরাধ নান্দনিক শৈলীতে চেপে
অধমর্ণের অপারগতা শুধু করে নিরূপণ।

দ্রোহী অসহায়ত্ব ছেনে লোভাতুর সংযম
আমি মনের আলেয়ায় করেছি রোপণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments