বাংলা কবিতা, হারানো বিজ্ঞপ্তি কবিতা, কবি অয়ন আবদুল্লাহ - কবিতা অঞ্চল
4.7/5 - (3 votes)

আপনাকে কোথাও পাওয়া যাচ্ছে না-
এমন হারানো বিজ্ঞপ্তি দেখে অবাক হবেন না।
আপনার খোঁজে আমরা ব্যতিব্যস্ত ছিলাম।
প্রার্থনারত অবস্থায় চিন্তা কোরেছি,
আপনি আসলে কোথায় লুকিয়েছেন?
আপনাকে বিশ্বাস করি বোলেই-
আপনার উপর আস্থা আছে বোলেই-
আপনার জন্য নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ একটা দেশ খুঁজে চলছি।
বৈরুত, সানা, দামেষ্ক, ইসলামাবাদ, নয়াদিল্লী, ঢাকা-
আপনার জন্য একটা রাষ্ট্র দরকার।
কোথায় আছেন আপনি?
ইজরায়েলের যুদ্ধ শিবিরে?
নাকি, আমেরিকার প্রেসিডেন্সিয়াল প্যালেসের নরোম গদিতে?
আপনাকে খুঁজছি, বহুদিন হয়ে গ্যালো।
শুনেছি মক্কায় আপনাকে পাওয়া যায়।
কিভাবে সেখানে থাকেন আপনি-
চশমখোর, বেহায়া আর চাটুকারদের সাথে?
আমরা যেতে পারি না, অবিশ্বাসী বোলে নয়।
আমরা যেতে পারি না-
কারণ, সেখানে আপনাকে ঘিরে থাকে কুকুরের দল, শেয়াল বাহিনী।
আপনাকে পাওয়া যাচ্ছে না সিরিয়ায়।
আপনাকে পাওয়া যাচ্ছে না ফিলিস্তিনে।
আপনাকে পাওয়া যাচ্ছে না ঢাকায়।
আপনাকে পাওয়া যাচ্ছে না কোথাও।
যেখানে আপনার থাকার কথা ছিলো, আপনি সেখানে নেই।
আপনি মন্দিরে নেই, মসজিদে নেই,
প্যাগোডা, চার্চ কোথাও নেই।
আপনি আছেন বিলিতি মদে আর জুয়ার টেবিলে।
পুঁজিবাদী বাজারে আপনার চড়া দাম।
আপনাকে পাওয়া যাচ্ছে না মোল্লার আদর্শে।
আপনাকে পাওয়া যাচ্ছে না পুরোহিতের আস্থায়।
আপনাকে পাওয়া যায় অসৎ আর ভুল সংবিধানে।
আপনাকে খুঁজে নিতে কলমের নিচে নিচের মুন্ডু পেতে দিয়েছি।
প্রেমিকার ঠোঁটে গুঁজে দিচ্ছি সমস্ত কামনা।
বোনের আঁচল, মায়ের মমতা, বাবার প্রার্থনা-
সবকিছু উপেক্ষা কোরেছি।
আপনি নেই, জীবন্ত অস্তিত্বে।
আপনি নেই, মৃত শরীরে।
কবর ফলকে লেখা থাকে আপনার নাম।
আপনি নেই সংখ্যালঘুতে।
আপনি নেই সংখ্যাগুরুতে।
আপনি আছেন স্বার্থবাদী চেতনার আগ্রাসী বুলেটে।
আপনাকে পাওয়া যাচ্ছে না।
আপনি হারিয়ে যাচ্ছেন, আমাদের প্রার্থনায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments