বাংলা কবিতা, রেবা কবিতা, কবি অয়ন আবদুল্লাহ - কবিতা অঞ্চল
4.2/5 - (4 votes)

রিয়াদ আমার বন্ধু আছিলো।
জানের বন্ধু, একটু আলাভোলা।
আমাগো লগে বইসা গাঞ্জা খাইতো
আর কইতো- রেবারে ভালোবাসি।
বলদের বলদ বুঝে নাই-
ভালোবাসতে জাত লাগে।

আকরাম মাস্টার পইত্যেকদিন ফোন দিতো আমারে।
রিয়াদের ফোন আছিলো না।
আকরাম মাস্টারের টিউশনির টাকাটা
অর্ধেক যাইতো রিয়াদের টিউশন ফি ‘তে।
বাকি অর্ধেকটা জুয়ার সানকিতে।

টিউশন করাইতে গিয়া
ফার্স্ট সেমিস্টারের ধকল সইতে পারলো না রিয়াদ।
ফলাফল, মানুষ হইতে গিয়া রিয়াদ ফেইল মাইরা গ্যালো।
টুকুনের টিউশনিটা চইলা গ্যালো,
ঠিক হয়া গ্যালো রেবার বিয়া।
বলদ রিয়াদ তারপরেও গাঞ্জায় আয়েশী টান দিয়া কয়-
রেবারে ভালোবাসি।

রেবা আছিলো টুকুনের বইন।
আর আছিলো আমাগো বান্ধবী।
একদিন টুকুনের অংকের খাতায় রেবা দ্যাখলো তার নাম।
বাপেরে কইয়া দিয়া খায়া নিলো রিয়াদের টিউশন।
টিউশন ফিস না দিয়াই রিয়াদরে বিদায় করলো জাবেদ সাব।
ফলাফল সেমিস্টার ফী দিবার পারলো না বলদটা।
হেইদিনও গাঞ্জায় সাহেবী টান দিয়া রিয়াদ কইলো-
রেবারে ভালোবাসি।

জুয়ায় হাইরা গিয়া আকরাম মাস্টার দেনায় ডুব মারছে।
জাবেদ সাব দূর্নীতির টাকায় উত্তরায় ফ্ল্যাট লইছে।
রেবা ডিসিতে জামাইয়ের হাত ধইরা সেলফী তুলে।
আমরা একখান কিং সাইজ বানায়া স্বর্গে যাইতাছি।

আর
রিয়াদ স্টেশনে টিকেট হাতে খাড়ায়া;
ভাবতাছে নরকের ট্রেনটা কখন আইবো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments