4.5/5 - (2 votes)

কোথাও যায় না পথ,
তবুও ঠিকানা জানে ঠিক।
যদি খুঁজবার পারো-
পাইবা তারে নিকটে অধিক;
যেইখানে আলাপ জমায়া রাখো
খুচরা পয়সার মতোন।
যেইখানে স্মৃতির তসবি হাতে
দুঃখরা হইতে চায় চিরন্তন।

নাই, তবুও থাকে
দূরে অথবা কাছে;
যেমন রোদ আর বৃষ্টির ভিতর
হাওয়ার পরশ আছে।

কোথাও যায় না মানুষ,
মিছা কেন বলো-
ফিরা আসো, ফিরা আসো!
মানুষ ফিরে না,
থাকে পথের মতো স্থির,
তবুও, কেন ভালোবাসো?

দেখো- বেহাগের রঙে, সমস্ত অঙ্গে
সময়ের তরজমা চলে।
কোথাও যায় না কেউ,
স্থির হইয়া শুধু
পথের ঠিকানা বলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments