অপারগতার গ্লানির কালো বলপয়েন্ট দিয়ে আজো আঁকি
সোনালী ধানের ক্ষেত, জুঁই সাদা ভাত
আমাদের কখনো এতো বেশি চাওয়ার ছিলো না
আমাদের কখনো এতো কম পাওয়ার কথা ছিলো না
চাওয়া পাওয়ার হিসাবে মেলাতে কত হলো ঈশ্বরের তোয়াজ
আর এদিকে দেখি গাঢ় হয় কবিদের শৌখিন দুঃখ।
জীবনটাকে এখন মায়ের ধূমগন্ধা আঁচল, বাবার ঘামে ভেজা গামছা মনে হয়
মনে কয় তাকে হাইকোর্টের সামনের পতাকার স্ট্যান্ডে টানিয়ে দেই
মিন্টুরোডের অভিজাত বাতাস এসে শুকিয়ে দেয় যদি এই আশে।
কেননা মানুষ বাঁচে কিছুটা স্বপ্নে কিছুটা আশায়
যে ফুল এখনো ফুটেনি, সে তারও গন্ধ পায়।