আমি প্রথম নই
তারো- আগে পৃথিবী চুমু দিয়েছে তোমায়
তুমিও দিয়েছো প্রিন্সেপ ঘাটে
সন্ধ্যারো মেঘের বুকে
আমি এসব শুধু অনুবাদ করছি।
আমি প্রথম নই
লোকাল ট্রেনে চড়ে ৬৯ কিঃমিঃ সীমানাজুড়ে কিংবা
গোটা শহর
গোটা রাজ্য
নদীয়ার দুই কাঠা জমিন অনুবাদ করেছি
জলের অনুবাদ বালিতে
জীবনের অনুবাদ গালিতে আর
হোয়াইট বোর্ড পেয়ে খুলে দিয়েছি কাপড়
আমি এসব শুধু অনুবাদ করছি।
আজকাল অনুবাদের জন্য
গুগল এসিস্ট্যান্ট বের করছি
সেখানে শব্দের অনুবাদ হয়
হৃদয়ের অনুবাদ হয়না।