মৃত্যু জরির মতন চিকমিক কোরছে
চলার পথে,
ভালোবাসলে খুনি হতে হয়
তবেই বেঁচে থাকা যায়।
এই লিখতে পারাটাও;
খুনের পরে-
মৃতের সাথে একধরনের খুনসুটি।
পরবর্তী মৃত্যু অপেক্ষারত আমি।
তবুও হয়ত আছে কেউ মৃত্যু ভয় পায়।
আবার আছে- এখনো বুলেটের সামনে
বুক পেতে দেয় যারা,
ওরাও দেখি আছে বেঁচে
দেয়ালের টিকটিকির মতই।
হঠাৎ টিক-টিক-টিক আওয়াজে চিন্তারাজ্য রোজ ভাসায় যারা সত্যি-সত্যি,
রুপকথার কুসংস্কারে।
অন্ধকার আছেতো পৃথিবীর অনেক অংশজুড়ে,কল্পনারো বাইরে বর্গমাইলব্যাপী।
হৃদয় ব্যাসার্ধ-পরিধির
ক্ষুদ্রকায় অন্ধকার শুধু নষ্ট করছে আমাকে।
এই লিখতে পারাটাও;
নষ্ট হবার পর-
আমার মুখোশের নষ্টামি।