কতটা নষ্ট হয়ে এলে
মানসিক তুমুল স্নায়ুযুদ্ধশেষে
তুমি চুমু খাবে আমায়?
নষ্ট হবার কষ্ট!
তুমি বোঝোনাই-
শ্বেতকরবী রুপাই।
দেহের নরমঅঞ্চলবাসী নষ্টভাগ্যরেখা
পোড়াচ্ছি মোমেরতাপে নিত্যতায়।
তোমার চুলের অল্প বাতাসে
নরমাংসপোড়া আমার তাজাছাঁই,
এদিগোদিক-দিগ্বিদিক-
উদ্দেশ্যহীন উড়ছে আজো’ও হরহামেশাই।
জ্যামিতিকজ্ঞান জানানাই!
ঠিক কতডিগ্রি কোনে চোখরেখে
ভাবনায় ডুবে গ্যাছে গতরাত!
রাতপোহালে’ও
কাটছেনা ভাবনার অভিশাপ;
নিশাচরী হুতোমপেঁচা শেষচরিত্রে নিজেকে নিজেই অদ্ভুত আনন্দে খেয়ে যাচ্ছে দিনরাত।
ভরাযৌবন পূর্নিমায়
কিংবা ঘোরঅমাবস্যায়
নষ্ট হবার কষ্ট তুমি বোঝোনাই,
শ্বেতকরবী রুপাই।
জানি আমি জানি-
নষ্ট হোয়েছি জেনেই
তুমি আসবেনা-আর রোজ।
সুস্থচিত্ত না’হয় অন্ধবিকৃত-
মস্তিষ্কপ্রসব প্রেমতত্ত্ব
একাকীত্বের অস্থিরতায় বিদ্রোহতোলে অতৃপ্ত বন্ধনে আবদ্ধ এই আমি
– তবে কার?