রানী প্রজায়িনী
খোলো দুয়ার
আকাশ এসেছি,ভালবাসা নিয়ে-
তোমায় দেব উপহার।
নীল খামে-
শরতের মেঘ ভরে দেব তোমার ঠিকানায়,
সারাজীবনের জমানো বরষায়,
পা ভিজিও মম নয়ন জলে
বসে আমার পরান ডাঙ্গায়।
রাতের আঁধারে পথ হারিয়ে যদি
এসো আমার কুঁড়েঘড়ে,
জোছনা পালাবে ওই রূপ দেখে-
চাঁদ হিংসেয় মরে,
ঝিঁঝিঁদের গান শুনিয়ে রাত্রি নামাব
তোমার খোঁপায়,
শত শতাব্দীর তৃষ্ণা মেটাবো
পাহাড়ি ঠোঁটের ছরায়।
তোমার শরীর গন্ধে আমার উন্মাদিত মনপ্রাণ-
থাক নিশিদিন রানী প্রজায়িনী করি মিনতি আপ্রাণ।