আফসোসের জিপারে আত্নহত্যা
পুড়ছে আর পোড়াচ্ছে
ফুয়েল পেপারে-
মৃত্যুবীজ ছুটছে,
ধোঁয়াশার ডানাওয়ালা মেঘে উড়ছি
দমে-দমে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি!
অবসাদ ক্লান্তিহীন অনিদ্রার- রাতগুলো মিশেছে যে পর্বতচূড়ায়
দীর্ঘকাল একা দাঁড়িয়ে থাকা
সে আমার প্রিয় একাকীত্ব।
এখানে নেই আর প্রেমিকার
অপমানের ছ্যাঁকা,
নেশাগ্রস্ত উশৃঙ্খল মস্তিষ্কে বোসে বোসে
গুটিবাজির ছক আঁকা।
2021-08-06