মৃত্যুর পরদিন, তারপর দিন- তারও পরের কোনো সপ্তাহব্যাপী আমি চাই আমার লাশটা মেইনরোডে পরে থাকুক,মৃত কুকুরের মত,পচা গলা ইঁদুরের মত।লাশটাকে পাশ কাটিয়ে নাক চাপা দিয়ে একগাল থু থু মুখে নিয়ে পার হচ্ছে সকলে কোনো এক সকালে।মরনের পরেও সবাইকে আমি জ্বালাতে চাই ও জানাতে চাই,লাশটারও অনেককিছু দাবী ও অনেক কিছু চাই।এ খবরটা আনন্দবাজারের ফ্রন্ট পেজ’এ গতকাল আসেনি!
2021-09-01