আমাদের মাঝে এখনো কবি বেঁচে আছেন।গতকাল রাতে বিকাশে এক হাজার কুড়ি টাকা পাঠানোর সুবাদেই আজকে ভোর ছয় ঘটিকায় এসে দাঁড়িয়েছেন মাওনা চৌরাস্তা বাস স্ট্যান্ড এ। গতকাল রাতে কবির ঠিকঠাক ঘুম হয়নি তাই ভোরের হিমেল হাওয়া তার কপালে এসে সুরসুরি দিচ্ছে আর সূর্যতাপ মাথা চুদে দিচ্ছে। এসব টাটকা ঘটনা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আজকের বাংলাদেশে কভার করেনি। ব্যক্তিগত উদ্যোগে এখনকার শিল্পীরা বেঁচে আছেন আবার বিক্রি হচ্ছেন। এ দেশের একজন বিখ্যাত কবি সামরিক বাহিনীর প্রটোকল ছাড়াই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। এ সমাজেই দাঁড়িয়ে আছেন, জুতার নীচে গতমাসের আটকানো কোনো শুকনা গোবর নিয়ে। ফ্লাইওভারের নীচে মশারি টাঙিয়ে শুয়ে আছে উন্নয়ন আর জিডিপিরা,কবি তার বিপরীতে দাঁড়িয়ে আছেন পীঠে ব্যাগ নিয়ে। কবির সামনে দিয়ে চলে যাচ্ছেন লুটতরাজ,তার গাড়িতে ফরফর করে উড়ছে জাতীয় পতাকা,কবি তখন মোবাইলের নোটপ্যাড এ লিখছেন আরেকটি জাতীয় সংগীত। আমাদের মাঝে এখনো কবি বেঁচে আছেন।বিনা পারিশ্রমিকে বেঁচে আছেন।
2021-09-07