Review This Poem

অন্ধকারে হাঁটতে চায় না কেউতো!
যে পথে কিছুই পাওয়া যায় না।
জন্মের পরে যে শিশু বাবা- মা পায়না
স্নেহ ভালোবাসার শৈশব পায়না,
সে অন্ধকার।
সে কি চায়?
বিলীন হতে!

নবী চরিত্রের ব্যক্তি হতে চাইছি
আমার সমসাময়িক মগজ আছে
যার ভেতর প্রাচীন অতীত কানাকানি করে।
শরীরেরগাঁট কাম চায়,
আমি থামিয়ে দিয়ে বলি, অন্য কিছু!
আরো কিছু চাইতে চাইতেই
দিন-রাতের বয়স বাড়ে।
মৃত্যুর পর কি দিন আর কি রাত!
সব একা হয়ে যায়।
চিন্তা হয় পৃথিবীতে একাই মরবো!
অন্তর ভালোবাসা চায়।
আমি থামিয়ে দিয়ে বলি
সম্মুখে এসে দাঁড়ায় না মানুষের ভালোবাসা
সাহস করে কেউ বলেনা ভালোবাসি।
এবার সে অনেকদিনের সন্ন্যাসবাসী মন
তোমার কাছেই যেতে হয়।
এ জীর্ণ দেহ কাছে যায়
যতটুকু কাছে যাওয়া গেলে প্রতিবার
তুমি অধিকার দিয়ে বেঁধে ফেলতে চা’ও নিজস্ব সবকিছু, আমার আমিত্ব কে!
জীবনের নগ্নতাকে,
বেপরোয়া স্বপ্নগুলোকে।
চলে আসতে চাই তবে একলাশ একাকীত্বতায়।
তুমি ভাবো আমি নিষ্ঠুর
আমি ভাবি আমি কবি।
এ পথে কিছুই কেউ পায়না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments