তোমাকে দেখেনি যে পুরুষ তার মনে কোনোদিন বসন্ত আসে নি!
সে জানে না ফাল্গুন কত সুন্দর,
তার চেয়েও সুন্দর তুমি।
তোমার হাতের স্পর্শ পায়নি যে পুরুষ তার মনে কোনোদিন শরৎ আসেনি!
সে বুঝে না কাশফুলের কোমলতা,
তার চেয়েও কোমল তুমি।
তোমার ভালোবাসা পায়নি যে পুরুষ তার বেঁচে থাকাই আজন্ম পাপ!
সে জানে না বেঁচে থাকা কত সুন্দর,
তার চেয়েও সুন্দর তুমি।
সেই পুরুষটি আমি!
বসন্ত কিংবা শরৎ যার কাছে কোনোদিন আসেনি।
তোমার ভালোবাসাহীনতার অসুখে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে অসংখ্য মনের!
এই দায় তুমি কখনো অস্বীকার করতে পারো না।
মানসী একবার হলেও আসো,ভালোবাসায় ভরে যাক এই নরক।
অতঃপর তোমায় দেখে দেখে আমার স্বেচ্ছা মৃত্যু হোক!
মৃত্যু হোক প্রত্যেক সেকেন্ডে,মিনিটে,ঘন্টায় প্রত্যেক দিন।।
2020-10-29