
জয় পাটোয়ারী জুন্নুন ২৭ জুন ২০০০ সালে নীলফামারী জেলার,জলঢাকা থানার,মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট গ্রামে জন্মগ্রহণ করেন।বাবা,মা,এক বোন নিয়ে চার সদস্যের পরিবারে,বাবা মায়ের প্রথম সন্তান তিনি।বর্তমানে নীলফামারী সরকারি কলেজ এ অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগে অধ্যয়নরত।
লেখাপড়ার পাশাপাশি টুকটাক লেখালেখি,যা ওনার হৃদয় এর মধ্যে পুষে রাখা এক অনবদ্য শখও বলা যায়।খুবেই-ভ্রমনপ্রিয়,খেলাধুলা পাগল এবং স্বাধীনচেতা জীবনযাপন করার তীব্র আশাবাদী তিনি।
কোন সম্পর্কের বেড়াজাল ওনাকে কেন জানিনা কখনো টানতে পাড়ে নি বা বাঁধার চেষ্টাও করেনি।তাই আজ তিনি এক মুক্ত পাখি!!
JoyPatoari