জয় পাটোয়ারী জুন্নুন ২৭ জুন ২০০০ সালে নীলফামারী জেলার,জলঢাকা থানার,মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট গ্রামে জন্মগ্রহণ করেন।বাবা,মা,এক বোন নিয়ে চার সদস্যের পরিবারে প্রথম সন্তান।বর্তমানে তিনি অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগে অধ্যয়নরত।
লেখাপড়ার পাশাপাশি টুকটাক লেখালেখি,যা ওনার হৃদয়ের মধ্যে পুষে রাখা এক অনবদ্য শখও বলা যায়।খুবেই-ভ্রমনপ্রিয়,খেলাধুলা পাগল এবং স্বাধীনচেতা জীবনযাপন করার তীব্র আশাবাদী তিনি।
কোন সম্পর্কের বেড়াজাল ওনাকে কেন জানিনা কখনো টানতে পাড়ে নি বা বাঁধার চেষ্টাও করেনি।তাই আজ তিনি মুক্ত পাখি!!