5/5 - (1 vote)

তোমাকে ভাবার জন্য আমার কোনো
পরিবেশের প্রয়োজন হয় না।
তোমাকে ভাবার জন্য আমার প্রয়োজন হয় না
আকাশ ভরা পূর্ণিমার জ্বলজ্বলে চাঁদের;
তোমাকে ভাবার জন্য আমার
অন্ধকার রাতই বেজায় ঢের!

তোমাকে ভাবার জন্য আমার প্রয়োজন নেই
একনিষ্ঠ নিরবতার,
তোমাকে খুঁজে পাই আমি
কোলাহলপূর্ণ সরবতায়!

জানো,আমার ভাবনাগুলো কতো রঙিন?
বাস্তবতায় সেটা ধূসর মলিন!
তুমি কি জানো?
তুমি আমার ঘুম পাড়ানো গীত
প্রস্ফুটিত সুকুফায় তুমিই আবার
ঘুম ভাঙানো ঈদ!

কত যে কল্প-গল্পে সদা এঁকে যাই তোমারই ছবি
তুমি কি মানো?
তুমি শুধুই আমার একান্ত কবি!

তুমি কি জানো!
তোমার কন্ঠ আমার অবোধ মনের সুকরুণ বাঁশি?

কী বললে!
জানো না?
তবে থাক-
আজ আর বলবো না ভালোবাসি!..

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments