Review This Poem

তোমায় দেখেছি নিরবতায় নিস্তব্ধতায়,,,,
এখন শুধু বর্ষনের অপেক্ষা!
অবিরাম বর্ষনে চেয়ে থাকার আনন্দ!!
ভাবনার আকাশে নেমে আসো বুকের কাছে।।।
মেঘের সাথে মেঘের সন্ধি,
তীব্র গর্জন!
বৃষ্টি জানান দেয়,
আবার এসেছে বর্ষা।।।

এখন শুধু তোমার অপেক্ষা!!!
মুঠো ভরে বৃষ্টি কুড়ানোর আকুলতা
তোমাকে আঁকড়ে ধরার তীব্র ইচ্ছে
আদর জমেছে ঠোঁটের কোনে

এক পশলা বৃষ্টি হয়ে
আসবে কি তুমি ???
আমার শহরে!

অন্ধকার গাঢ়তর হলেই
তুমি আকাশের মত বিশাল
আমি দেখি,
একটা একটা করে ছিঁড়ে যাচ্ছে অসম্ভবের সুতো,
উত্তাল এক ঢেউ আছড়ে পড়ে
মুছে দিল আমায়!
এই উন্মত্ত ধুলোর শরীরে
কোটি কোটি শ্যাওলার ঘ্রাণ
তোমাকেও ফিরতে দেবেনা যুদ্ধে,
কাছে এসো না
জেনো,
প্রবল চাওয়া আর না পাওয়ার মাঝে
মানুষের যত ব্যথা,
অকালে কবিতা হয়ে ঝরে পড়ে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments