দাদা আমার করছিলো লড়াই–
আমি পাইছি কোটা,
পড়াশোনার প্রয়োজন নেই–
কপাল ভালো বেটা!
নাম বেচেই চলবে জীবন,
আমার হবে উন্নয়ন।
মেধা নাই, নাই রে ভাই–
আমার আছে কোটা,
কোটার ভরেই জীবন আমার–
শাপলা-শালুক ফোটা!
মেধার কি আর আছে রে দাম–
আমার কোটার কাছে,
ফুলেল এই দিন আমার,
কোটা বিরোধীর কবর রচে!
কোটা বিরোধী তুই রাজাকারের বংশধর,
দাদার কোটায় আমি হবো–
দেশ গড়ার কারিগর!