আপনার বুকের মাঝে আমার ঠাঁই হোক,
বিদ্রোহের মিছিলে প্রেমাসক্ত কবিদের কবিতায় আপনার নামটি উঠুক!
আপনার পিঠের স্নিগ্ধতায় আমার মরণ হোক,
আপনার চুলের সুগন্ধি শরীরে মেখে আমার মন নেশাগ্রস্থ হোক!
আরবের বুকে জন্ম নেওয়া মসজিদে নাহয় আমাদের প্রেমের জিকির হোক,
চাইলে হিন্দুস্থানের প্রতিটি মন্দিরের পূজাঘরে আপনার আমার প্রেমের কীর্তন হোক!
আপনার দেহের উষ্ণতায় আমার দেহ জ্বরে আক্রান্ত হোক,
আপনার মনের মন্দিরে নাহয় আমার সমাধি হোক!
নাহয় কোন একদিন আপনি চলে যাবেন আমায় একা করে,
তবুও আপনার স্মৃতি রেখে যাবেন আমার কবিতার ছন্দে।
যে কবিতা পাঠ করবো আমি প্রতিরাতে,
জলন্ত সিগারেটের আগুনে বুক পুঁড়বে আমার প্রতিবারে!
নেশাগ্রস্ত এ মন তবুও আপনাকেই চাইবে,
ভালোবাসার স্মৃতি মনে করে নাহয় আমি আত্মহনন করবো আপনার প্রিয় মসজিদে!
যা পাঠ করে অশ্রুসিক্ত হবে আপনার আমার বিশ্বাসে জন্ম নেওয়া কাল্পনিক ঈশ্বরের দু নয়ন!,,