3/5 - (1 vote)

লিখতে চাই অনেক কিছুই
কিন্ত লেখা হয়না সময়ের অভাবে,
বলতে চাই অনেক কিছুই
কিন্ত বলা হয়না অলসতার কারণে!

ঝেড়ে ফেলতে চাই অভিমানের প্রাচীরটা
কিন্ত সেটা আর হয়ে ওঠেনা বিবেকের তাকিদে,
আমি চাই,সে একটু বুঝুক
কিন্ত সেটা আর হয়না তার ব্যস্ততার সমীরণে!

খুব করেই চাই অনুভূতিটা প্রকাশ করতে
সেটা আর হয়না ইগো নামের বেড়াজালে,
করতে চাই তাকে আমার রাতজাগা রুটিন
কিন্ত কি হবে তাতে?
ঠিকই তো কাটছে তার রঙ্গময় দিন!

বারবার বোঝাতে যেয়েও পারিনি সে আমার বসন্ত উপহার..
হেরে যাওয়া গুঁটি আমি “ব্যর্থতা” নামক দাবার!
পারিনি আমি বেলা শেষে তাকে আলিঙ্গন করতে
কিন্ত অদ্ভুত ব্যাপার হলো,
সে মিশে আছে আমার প্রতিটা নিশ্বাসের পরতে পরতে..

ভালোটা আজও ঠিকই বাসি
হ্যা! আগের মতোই!
কিন্ত অভিমানটা তো আর কমেনি
গড়ে উঠেছে এক আকাশসম পাহাড়!
কি হবে তোমার ব্যস্ততার কারণ হয়ে?
যে আকাশে এখনও সময় নামের ঘূর্ণিঝড় ভাসে!
আমি তো তোমার অবসরেও নেই
এসব ভাবলেই চোখের কোণে এক ঢেউ হিউমারের রাশি আসে..

লোনা জলের স্বাদ বুঝতে বুঝতেই জীবনটা আমার গেলো,
একটি বার আসো না..
আমার অভিমানের গাছটা উপড়ে ফেলো!
জানি সেটুকু সময়ও হবে না
তাহলে,তোমার জীবন প্রবন্ধে আমায় করেই দাও অজানা..

রাখবো না সেদিন রুদ্ধ দুয়ার
থাকবো না সেদিন তোমার পাণে বসে,
আকাশের ওই ছোট্ট তারা
হয়েই যাবো আমিও অবশেষে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments