আমি সীমার মাঝে ছোট্ট বসবাসের ছোয়ায়,
মেঘের স্তব্ধতা ছোয়ার নামে নদীর আকাশে
নিশ্চুপ মুগ্ধতা,
এভাবে কেও দূরে যাওয়ার অলিখিত দরখাস্ত লিখে দেয় নি,
এবার হয়তো সময় সমুদ্রের মাঝে নিজের গর্ত খুজে নেয়ার,
কোথাও আমি আর সেই চোখের শীতল সৌন্দর্য দেখতে পাবো না,
কিন্তু সেই বিধান বইয়ে লেখা ছিল সব ভালো তোমার নয়,
হয়তো সেই নির্দেশনাই ছিল আমার এই আকাশ ছেদ করে চলে যাওয়ার,
তোমাকে শেষবার অনুমতি নিয়ে নদীর ধারে কল্পনার সঙ্গী বানাবো,
হয়তোবা তোমায় লুকিয়ে দেখে নিব মহাবিশ্বের সেই সুতো বাধা স্থানে যেখানে প্রজাপতির বৈধ কবর রয়েছে,
তোমার খুজে নিব লুকিয়ে দেখার জন্য….
2021-08-07