লবণাক্ত কোলাহল থেকে ছুটে আসছিলো সে,
আধার রাতের স্নিগ্ধতায় যেন প্রহার করলো কেও,
দুমড়ে যাওয়া গাছের পাতার অভিশাপ গুলো সঙ্গে নিয়ে
সামনের দিকে এগিয়ে গেলো মায়া নামের মোড়ক হতে,
ভয়ার্ত এক ছোবল তাকে ভাসিয়ে নিলো জিম্মি করে
পাথর ঘেরা মৃত নগরে..
সেই নগরে রুপকথারা বাক্স বন্দী প্রজাপতির কবরে,
সেই নগরে বারুদ ঘ্রাণে ঝলসানো এক মৃত্যু ওড়ে..
আয়নার সামনে সে হাজির..
বলছি সেথা গল্প হাজার…
নিজের স্পষ্ট ছায়ার তরে কাদছে সে
জগৎ নিয়ে,
সর্বস্ব কলঙ্কিত সূর্যের ওষ্ঠ প্রান্তে
আধার সভ্যতা বলবে সমান্তরাল আয়না হতে,
যখন তুমি পৃথিবীর সেই প্রান্তের পথে ছুটে চলো,
হয়ে যাবে তুমি গহ্বরের দ্বিগুন ত্বরন,
তবুও সেথা কোন নামের ম্লান হয়ে যাওয়া ফলক ওড়ে
সেই নগরে বারুদ ঘ্রাণে ঝলসানো এক মৃত্যু ওড়ে..