পিচাশ ঘেরা আধার রাতে
অস্তমিত আমার দেহ,
তোমার চোখে মুষ্টিবদ্ধ আস্থাভাজন
রক্ত দেহ,
শব্দগুলো আধার সেজে তোমার নামের যজ্ঞ করে,
তাই তো সেথা মৃত্যু ক্ষুদা তাদের আশা নষ্ট করে।
আকাশ ঘিরে এ কোন আভাস
স্তব্ধ সেথায় জটিল সুবাস,
মৃত রংয়ের নদীর আবেশ
সুবাস ঘেরা এ কোন প্রদেশ ,
আমার হৃদয় গ্রন্থিগুলো রক্তপাতের
স্পর্শ বুঝে ,
তবুও তারা মৃতদাড়ে নিরব চোখে আকাশ দেখে।