চোখের পাতায় জমছে আধার
বদ্ধ ঘরে নেই সমাধান,
চোখ ভরা সেই অশ্রু গুলো স্মৃতির দামে কেনা আমার,
কান্না ভারা আধার ঘরে কবর ফলক বানী হাজার,
কেউ কেঁদো না বদ্ধ ঘরে অশ্রু তোমায় দেয় পাহাড়া
কাঁদো তোমার গ্রন্থ পানে আঁকাশে আজ মেঘের নেশা।
তোমায় ছুতে দৌড়ে বেড়াই দিগঅন্তের অই দৃষ্টিভ্রমে
তোমায় পেতে আউড়ে বেড়াই পশ্চিমের অই সাগর পানে,
তোমার জন্য হয় না খোজা জোৎস্না রাতে চন্দ্র বাণি
আমার চোখে দেয় পাহাড়া আধার রাতের নিরব প্রাণী,
কোথা থেকে আসছে এ ঘ্রাণ,আগরবাতির মৃত্যু ছোয়া,
জানাযা তে কাফন দেখে তোমার তরে অশ্রু নেশা।
পৌছে গেলাম অন্য গ্রহে,ক্ষুধা যেথায় ধর্ম খোজে
এইখানে এক দালান ঘরে মৃত গানের পশরা বসে,
এইখানে এই দালান হতে বিদ্যা নামের মড়া জমে,
জগৎ গড়ার আলোতে আজ কাগজ পুথির নরকবাস,
এই শহরের পাপের বোঝায় পেলাম না আর তোমায় আজ।