মাছের ভয়ে তোমার চোখে
অনিচ্ছার সে ভোর,
তোমার স্পর্শ সৃষ্টি করে
বনেদি এক ক্ষোভ,
রান্নাঘরে তেলের খনি
বাঁজছে কেন খোদার ছুঁড়ি?
তোমার মনে chicken থেকে
চোখ সরানো দাঁয়,
মাছের কাটা আটকে যাবে
রং তামাশা বন্ধ হবে,
হয়তো তোমার আঙুল
ঘিরেও বাঁচতো কেও অভয়।
2023-05-19