আকাশ শেষে আকাশ খুজে যাচ্ছে ছুটে সব,
আধার স্বপ্ন আধার রাতে আধার আমার রং,
মনের ভেতর শব্দ বাজে শব্দ অন্ধকারে
কবর হতে কবর ফলক অশরীরী বইয়ের খোজে।
জং ধরা সেই পায়ের ভাজে
মগজ হারায় বিষের খোজে,
বিস্বাদ চোখে ঠোটের কোলে
প্রশ্ন জড়ায় বার বার,
মগজ ঘিরে আলোর আসা
আমার চোখে মরন দশা,
তোমার চোখের স্বপ্নগুলো
আত্মহুতির গান যে গায়।
পথের ধারে পথ যে ভাঙে
পথের নেই কো শেষ,
আধার রঙে আলোর খেলা
হচ্ছে নাকো শেষ,
মাথার খুলির দালান সেথায়
রক্ত আমার মাটির খাতায়।
রোদের ভাগাড় রক্তের মোহনা,
শিরায় আধার অশ্রুর পাহাড়া,
নোনা শিহরন মৃত্যুর লেখা গান
আধারে বিচরন সত্ত্বার ধ্বান্ত্যতা
অম্লীয় হতাশা কাঁচের স্তব্ধ পথ
আমার হতাশা ধমনীর চিত্রপট।