ঠিকানা আমার গোলক ধাধায়
ঠিকানা কেন শূণ্য কোটায়,
চোখের খোজে অবুঝ পাতা
চোখের ঘরে বদ্ধ প্রলাপ,
মানিয়ে নেয়ার কন্ঠ অনেক
নখের কোণে মৃত প্রলেপ
ঠিকানা আমার ধ্বান্ত ঘরে
ঠিকানা হলো নীল জোছনায়,
পথের আলোর ছিন্ন চোখে
আমার আকাশ গাচ্ছে ধুকে,
অমসৃণ এক বিন্দু নিয়ে
আয়না আমার সমান্তরাল,
ঠিকানা তোমার চোখের নেশায়
ঠিকানা আমার নীল নকশায়
অন্ধকারে হারিয়ে যাবার ভয়
আধারের মাঝে কবর খোড়ার ক্ষয়
হাওয়ার দাপতে আমার পথচলা
পঁচন ধরেছে আমার ঘরের কিনারায়।
সুন্দর