তোমাকে হয়তবা আমার পাওয়ার কথা ছিল না,
তোমাকে আমার চোখের প্রশান্তির ভাষা
রপ্ত করতে কেও বলে নি,
তোমার জন্য স্বর্গ আমায় কেও আগলে রাখতে বলে নি,
হয়তোবা আমার অস্তিত্ব মেঘের সাথে কাজল বর্ণ ধারণ করার মধ্যেই সীমাবদ্ধ,
তবুও আমি তোমায় মেঘে বরণ করার প্রতিজ্ঞাবদ্ধ,
তুমি আমার আধার পথের আলোয় ঘেরা
প্রদীপ,
তুমি যেন সকল রঙের প্রভার আকাশ বাণি,
আমার জন্য কেও ছিল না
ছিল না কেও তাকিয়ে পিছু,
তোমার চোখে সব হারালাম
তোমার মনের স্পর্শ খুজি।
আমার মনে কাপতে থাকা হৃদপিন্ডের অগ্নিবীণা,
আমার বুকের স্পন্দনে তে ধুলোজমা
স্বপ্ন হাসে,
তোমার চোখে আলোর পথের হারিয়ে যাওয়া দরজা খুজি
তোমায় আমি পেলাম কোথায়,
এসব আমায় দেয় না ধরা,
সময় ছিদ্র খোজার জন্য
মনের দাড়ে নেই পাহাড়া…..