ক্রমশ আমার হৃদস্পন্দনের নিয়মতান্ত্রিকতা
কারও আবেশিত সীমানায় তীব্রতা লাভ করতো,
যেন এক তড়িৎক্ষেত্রে আকর্ষণের লোভে
মৌলিক কণিকার অস্থিরতা,
সেই ভুবনের কাচের গোলক,
নিয়মে ঘেরা কাচের প্রলেপ,
কাচের ভিতর জড়িয়ে আছে
রাসায়নিক উন্মাদনার মোড়ক।
গোলকে আবার আজাব এলো,
সেথায় তোমার ভাগাড় নরক,
আমার স্বর্গে ভূকম্পনের
আঘাত এলো!!আঘাত এলো!!
সেথায় তোমার প্রলয় শিখার
নীল নকশার চর্চা হলো,
তোমার মনে আকর্ষণের নিষ্ক্রিয়তার
চিন্তা এলো।
শুরু হলে গলির বুকে বিষন্ন কিছু
শব্দ প্রহার,
আবার এলো পরীর চোখে বিষাক্ত
পাখির অনুসিদ্ধান্ত,
সেথায় আবার সময় মাত্রার ছাড়িয়ে যাওয়ার
উপক্রম হলো,
তোমার মনে আমায় নিয়ে খন্ডিত মৃত্যুর ভাবনা এলো..!