Review This Poem

আকাশের বুকে লেগে থাকা ভয়
টেনে নেয় কবরের সেই ক্ষয়,
মেঘের গায়ে লেগে থাকা ক্রোধ
শকুন দলের মৃত ক্রন্দন,
আধার গ্রন্থে মৃত্যু সোপান
মান্দ্য দাড়ের তীব্র সুবাস,
কোথায় আকাশ ডাকছে দেখো
১৫০ফুটের যাত্রা দেখো,
আমার বক্ষ উচ্চ চাপে
ইশরাফিলের সিংগা হাকে,
আমার ঠোটের হাসির ফাঁকে
বারুদ ঠাসা ঘন্টা বাজে।

তোমার ঠোটে লেগে থাকা প্রাণ
টেনে নেয় মোর মনের ভয়,
তোমার রুক্ষ চাহুনীর রং
পড়ে কেন শুধু আমার শীতলতায়,
আমার চিত্তে তোমার শোভা
ক্ষোদিত আছে শিরার ধর্মে,
তবুও তোমায় পাই না আমি
পাচ্ছি নাহ আর আমার ছোয়ায়,
আমার বক্ষ উচ্চ চাপে
ইশরাফিলের সিংগা হাকে,
আমার কন্ঠের শিরার তরে
উলম্বিক এক সরণ ঘটে।

অন্য গ্রহে ঢুলছি আমি
আটকে আছি কারাগারে,
আমার সকাল ম্লান হয়ে যায়
মান্দ্য দাড়ের বিষন্নতায়,
ছাউনিতে আমি আশ্রিত হয়ে
গলার শিরার দড়ির খোজে ,
আমার নিচে চরণ পানে
মাটির চক্ষু যায় হারিয়ে,
আমার বক্ষ উচ্চ চাপে
ইশরাফিলের সিংগা হাকে,
আমার ঠোটের হাসির ফাঁকে
বারুদ ঠাসা ঘন্টা বাজে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
হাসান আল বান্না
5 months ago

শেষ প্যারাটা বেশি সুন্দর।
তবে ছাউনিতে আমি আশ্রিত হয়ে লাইনটা একটু কেমিন যেন