তোমায় নিয়ে লেখা হয়তোবা শেষ গান
তোমায় নিয়ে শেষ করা ডাইরির
অন্তিম পৃষ্ঠা,
এখানে কোন এক বৃহৎ শূন্যস্থান রয়েছে যেখানে তোমার
স্মৃতি বার বার আমার চোখের পাতায় জমে যাচ্ছে।
তোমায় নিয়ে আর লেখার চেষ্টাও করবো না,
তোমাকে নিয়ে ভাবার মতোন সেই শক্তি আমার ফুসফুসে আর নেই,
যেই পরিমাণে দীর্ঘশ্বাস প্রয়োজন সেই সময় আমার চোখের পাতায় নেই।
তোমাকে আমি সেই অজানা রূপকে আর সাজাবো না
লেখা গুলো পড়লে এক অদ্ভূত প্রবাহ আমায় ভাসিয়ে নিয়ে যায়,
মনে এক অদ্ভূত মাত্রিক বিভ্রান্তির সৃষ্টি হয়
যেন তোমার নিশ্বাস আমার ঠোটে পুঞ্জীতূত হচ্ছে।
আমি হয়তোবা সমান্তরাল আয়নার সেই আধার অজুহাতে
হারিয়ে যাবো,
আমার কবিতায় তুমি অনেকবার এসেছো,
অনেক বিভ্রান্তি জুড়ে আমায় টেনে নিয়েছ,
একবার বলবো কাছে এসো,
আমার শেষ কবিতা পড়বে তো?