চিঠি তোমায় লিখছি বটে
জীবন মলিন দৃশ্য পটে
ঐ যে ঐ নীল শাড়িটা
ঠোঁটের কোণের সেই হাসিটা
এখনো আছে না ভুলেছো
শুনেছি বড় কাজ নিয়েছো
আমি আছি আগের মতো
বেকার দেশের বোঝা যত
রাগ করো না লিখছি বলে
ওসব বয়স গেছেই চলে
বোকার মতো একটু দেখা
মোড় মোচড়ে দাঁড়িয়ে থাকা
বোকা ছিলাম অনেক বোকা
এতোই সোজা তোমায় চাওয়া..
রাগ করছো বুঝতে পারি
ফালতু কথায় হচ্ছে দেরি
ভালো থেকো…
জানি বা না জানি
সূর্য বানের ছোট্ট রাণী।
2022-01-09