যদি ভুলেতে মিটিলো সাধ
পুরিলো মন বাসনা,
অন্যকিছুর জন্য হলোই
বৃথা জীবন সাধনা।
আরে মজতে হলে কারো মনে
বনে বনে কী খোঁজো?
নিজের ভিতরে আগে
যোগ বিয়োগের পাঠ বোঝো।
যতোই আসুক বাঁধার প্রাচীর
যতই পেলে বেদনা,
দুঃখ,জরায় চূর্ণ হলেও
পূর্ণ করো সাধনা।
আর পূর্ণতাটায় ধৈর্য লাগে,
তবেই তারে খুঁজে পাবে,
চক্ষু বুজেই দেখবে তারে,যারে
খোলা চোখে কেউ দেখে না।