মুছে দিলাম মেঘের রাজ্য
হাজার রকম লেখা,
সত্য মিথ্যা যে যাই বলুক
যুদ্ধ দেখে শেখা।
একটা মৃতের মূল্য জানো?
জানলে ওদের কাথাও শোনো।
“স্বর্গ সুখে বসত চাইনা,
না মিঠা নহর দেখতে,
চাই ক্ষুধা পেলে পেটটা ভরুক
আর স্বস্তি নিয়ে বাঁচতে।”
2024-05-15
মুছে দিলাম মেঘের রাজ্য
হাজার রকম লেখা,
সত্য মিথ্যা যে যাই বলুক
যুদ্ধ দেখে শেখা।
একটা মৃতের মূল্য জানো?
জানলে ওদের কাথাও শোনো।
“স্বর্গ সুখে বসত চাইনা,
না মিঠা নহর দেখতে,
চাই ক্ষুধা পেলে পেটটা ভরুক
আর স্বস্তি নিয়ে বাঁচতে।”