Review This Poem

ভুল মানুষের স্বপ্ন চোখে খুব জমেছে,
ঐ কৃষ্ণচূড়া ফুলই আমার ঘুম কেড়েছে।
ভুল হয়েছে।
ভুল হয়েছে স্বপ্ন দেখায়
তোমায় নিয়ে ছন্দ গাঁথায়,
ডাগর চোখের মধ্যিখানে
ডুবে যাওয়াই কাল হয়েছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments