আমায় ফেলে দিয়েছ ঘেন্নায়
আস্তাকুড়ের গন্ধ এখন আমার প্রসাধনী
উন্মুক্ত ক্ষিধে আর পকেট ভর্তি হতাশায়
যখন দিশেহারা দেশ,
হাত বাড়িয়ে যে হাত চাইলাম অকপটে
সে হাত দিলে না,
ঘেন্নায় করলে না চুম্বন
মানচিত্র কালো বলে,
তুমি বোধহয় জানো
ভাত পঁচা গন্ধ তোমার প্রসাধনী।
বেজন্মা দিয়েছো উপাধি
চুল থেকে নখ
পোশাক অবধি।
চটকে দিলে খুব
বাসনা এরূপ
ক্ষোভ সভা করে
জনপ্রতিতে
বেজন্মা দিয়োছো
সর্ব জাতিতে।
গাঁয়ে জোর নেই ভাত পাইনা
তাই
আমায় ডাকতে পারো বেজন্মা।